ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আইসিটি স্কুল প্রোজেক্টে নিয়োজিত গোটা রাজ্যর প্রায় ৮০০ চুক্তিভিত্তিক কমপিউটার শিক্ষকের ভবিষ্যত প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ালো। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে এই শিক্ষকদের। আর তার পর আর তাদের বহাল রাখা হবে না বলে চরম আশঙ্কায় ভুগছে রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত এই চুক্তিভিত্তিক কমপিউটার শিক্ষকরা। এই পরিস্থিতি মোকাবিলায় তাই রীতিমতো সংগঠন তৈরী করে নিজেদের জীবন জীবিকার স্বার্থে আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিলো এই শিক্ষকরা। তারই প্রস্তুতি হিসাবে রবিবার ওয়েষ্ট বেঙ্গল কমপিউটার স্কুল টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বর্ধমানের টাউন হল প্রাঙ্গনে। হাজির ছিলেন মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া ও দুই বর্ধমান জেলার প্রতিনিধিরা।
সংস্থার রাজ্য সভাপতি শম্পা মজুমদার, সম্পাদক হরেকৃষ্ণ রায় জানান, স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ডিজিটাল ইণ্ডিয়ায় অন্তর্ভূক্ত করার জন্য তাদের কমপিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেয় কেন্দ্র সরকার। আইসিটি স্কুল প্রোজেক্টের অঙ্গ হিসাবে এই প্রশিক্ষণের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে মাসিক ৪৬৮১ টাকায় তাঁরা নিয়োজিত হন। চুক্তি অনুসারে আগামী ২০১৮ সালে ফেব্রুয়ারী মাসে তাদের মেয়াদ শেষ হতে চলেছে। ইতিমধ্যেই নিয়োগকারী সংস্থা তাদের ছাঁটাইয়ের ঘোষণাও করে দিয়েছেন। আর এরফলেই তাঁদের সামনে নেমে এসেছে ঘন অন্ধকার।
তাঁরা জানান, প্রথম দফার এই ৮০০ জনের মতই বাকিদেরও একই সমস্যার মুখোমুখি হতে হবে। তাই তাঁরা সংঘবদ্ধ হয়েছেন। তারা জানিয়েছেন, স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ডিজিটাল ইণ্ডিয়ায় অন্তর্ভূক্ত করার জন্য তাদের ২০১৩ সালে কমপিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেয় কেন্দ্র সরকার। আর সেই থেকে শুধু যে তাঁরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন তাই নয়, স্কুলের একাধিক কাজ,সরকারী বিভিন্ন প্রোজেক্টের কাজও তাঁরা করে চলেছেন। এমনকি তাঁরা জানতে পেরেছেন, তাঁদের ছাঁটাই করে আবার নতুন লোক নিয়োগ করা হবে একইভাবে। তাঁদের দাবী, তাঁদেরই পুনর্নিয়োজিত করা হোক। তা না হলে চরম সংকটের সম্মুখীন হবেন তাঁরা।