Headlines
Loading...
কালনায় প্রশাসন ও সাংবাদিকদের মিলিত দলের মধ্যে প্রীতি ফুটবল ঘিরে উন্মাদনা।

কালনায় প্রশাসন ও সাংবাদিকদের মিলিত দলের মধ্যে প্রীতি ফুটবল ঘিরে উন্মাদনা।

পল্লব ঘোষ,কালনা: ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচীর প্রচার উপলক্ষে রবিবার ছুটির দিনে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হলো কালনায়। 
কালনার মহকুমা শাসকের অফিস চত্বরে এই উপলক্ষে বৃক্ষরোপন করা হয়। 
এছাড়াও এসডিও,বিডিও,এসডিপিও সহ কালনা মহকুমার সাংবাদিক,চিত্র সাংবাদিকদের নিয়ে গঠিত দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
দুই মহাপুরুষের নামে গঠিত দু দলের খেলায় মহকুমা শাসক নীতিন সিংহনিয়া, মহকুমা পুলিশ আধিকারিক পিয়ব্রত রায়ের দল রবীন্দ্রনাথ একাদশ বিপক্ষের বিবেকানন্দ একাদশকে ৬-২ গোলে হারিয়ে বিজয়ী দলের শিরোপা অর্জন করে।
এই খেলাটি অনুষ্ঠিত হয় কালনায় মহকুমা শাসকের বাংলোতে।

                              ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});