Headlines
Loading...
নাদনঘাটে বিজেপির সভায় যোগ দেওয়ায় কর্মীদের তৃণমূলের হাতে মার খাওয়ার অভিযোগ।

নাদনঘাটে বিজেপির সভায় যোগ দেওয়ায় কর্মীদের তৃণমূলের হাতে মার খাওয়ার অভিযোগ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: শুক্রবার নাদনঘাটে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দেওয়ায় শনিবার তৃণমূল কর্মীদের হাতে মার খাওয়ার অভিযোগ করলো বিজেপি কর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে বিজেপি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার ঘটনায় জড়িত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিকেলে নাদনঘাট থানার মাগনপুর রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সর্মথকরা। যদিও তৃণমূল দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে।
পূর্বস্থলী-১ ব্লকের বিজেপি নেতা বিধান ঘোষ বলেন,কেন বিজেপির সভায় যোগ দিয়েছে কর্মী সর্মথকরা এই অভিযোগে বিজেপির কর্মীদের বেধড়ক মারধর করেছে তৃণমূলের আশ্রিত গুন্ডারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
পরে পুলিশ এর হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});