Headlines
Loading...
কালনায় শুরু হলো তিনদিন ব্যাপী রাজ্য যোগাসন প্রতিযোগিতা।

কালনায় শুরু হলো তিনদিন ব্যাপী রাজ্য যোগাসন প্রতিযোগিতা।

পল্লব ঘোষ,কালনা:শনিবার কালনা অম্বিকা মহিষমর্দিনি বিদ্যালয়ে শুরু হল তিন দিনের রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। ৬৩তম এই প্রতিযোগিতার প্রদীপ জেলে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিত কুন্ডু ,মহকুমা শাসক নিতিন সিংহনিয়া ,সমাজ সেবী সুশীল মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশালক্ষ সেন,অন্যান প্রশাসনিক আধিকারিক সহ রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।এই প্রতিযোগিতায় মোট ৪৮ টি ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রমান করবে। 
                                                                                                                    ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});