ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: গত বুধবার গৌরাঙ্গ রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় খণ্ডঘোষ ও রায়নার চার জন মারা যান । তাদের মধ্যে তিনজনের বাড়ি খণ্ডঘোষে ও একজনের বাড়ি রায়নায়।
শনিবার এদেরই মধ্যে সেয়ারা বাজারের চন্দ্রপল্লীতে বাড়ি মৃত অশোক পোদ্দারের পরিবারের পাশে দাঁড়ালো খণ্ডঘোষের সেহারা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।এই দিন সংস্থার পক্ষ থেকে পরিবারে হাতে কিছু অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই পরিবারেরই ছেলে আহত অমন পোদ্দারের চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করার প্রতিশ্রুতও দিলেন তারা।