Headlines
Loading...
বর্ধমানে নির্বাচন কম‌িশন‌ের ভ‌োটার সচ‌েতনতা কর্মসূচ‌ির অঙ্গ হ‌িসাব‌ে অনুষ্ঠ‌িত হলো বৃক্ষর‌োপন কর্মসূচ‌ি।

বর্ধমানে নির্বাচন কম‌িশন‌ের ভ‌োটার সচ‌েতনতা কর্মসূচ‌ির অঙ্গ হ‌িসাব‌ে অনুষ্ঠ‌িত হলো বৃক্ষর‌োপন কর্মসূচ‌ি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জ‌েলা নির্বাচন দপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের ন‌িউ কাল‌েক্টর‌েট প্রাঙ্গন‌ে নির্বাচন কম‌িশন‌ের ভ‌োটার সচ‌েতনতা কর্মসূচ‌ির অঙ্গ হ‌িসাব‌ে অনুষ্ঠ‌িত হলো বৃক্ষর‌োপন কর্মসূচ‌ি। মহিলা থানার সামনে থেকে সারিবদ্ধ হয়ে আদিবাসী মহিলা পুরুষরা রালিতে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক উত্তর পুষ্পেন্দু সরকার,নির্বাচন দপ্তরের অধিকারকগণ সহ অনান্য অফিসারেরা।
এদিন বৃক্ষরোপন কর্মসূচির অঙ্গ হিসাবে পেয়ারা,জাম,সেগুন প্রভৃতি গাছ লাগানো হয় জেলাশাসকের চত্বরে।

                                  


                                            ছবি -সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});