Headlines
Loading...
এবার পুজোয় টিভিএস কোম্পানির নতুন আকর্ষণ জুপিটার ক্লাসিক।

এবার পুজোয় টিভিএস কোম্পানির নতুন আকর্ষণ জুপিটার ক্লাসিক।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ পুজোর আগেই টিভিএস কোম্পানি গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির জুপিটার ক্লাসিক মডেলের স্কুটার। রবিবার এই মডেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো শহর বর্ধমানের কেসবগঞ্জ চটির কোম্পানির নিজস্ব শোরুমে। ফিতে কেটে এবং গ্রাহকের হাতে নতুন গাড়ির চাবি তুলে দিয়ে জুপিটার ক্লাসিক মডেলের উদ্বোধন করলেন বর্ধমান পৌরসভার উপ পৌরপতি খন্দকার মহঃ শহিদুল্লাহ।
উপস্থিত ছিলেন কোম্পানির এরিয়া ম্যানেজার সান্তনু হাজরা,ব্রাইট অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের কর্ণধার হাবিব সালে ও হাবিব সাউদ,শোরুমের কর্মীবৃন্দ ও গ্রাহকেরা।
শোরুমের কর্ণধার হাবিব সালে জানিয়েছেন,সারা দেশ জুড়ে এই মডেলটি ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। রাজ্যওয়ারি আমাদের শোরুমগুলোতে এবার চাহিদা মতো গ্রাহকদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। এলিট শ্রেণীর জন্য তৈরী প্রিমিয়াম কোয়ালিটির এই স্কুটার গুনাগুনের দিক থেকে একদম আধুনিক। দামের বিচারে বাজারে অন্যান কোম্পানির বিভিন্ন মডেলের প্রায় কাছাকাছি। তবু এই নতুন মডেলটির ফিচার অসাধারণ। ডিজাইন,লুক,মাইলেজ সব দিক থেকে এই নতুন মডেল পুজোর আগে শহরবাসীর মন জয় করে নেবে বলেই আশা প্রকাশ করেছেন কতৃপক্ষ।  
                                                                                                                  ছবি - সুরজ প্রসাদ                                                                                                                                                                                                                              
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});