ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামী ২২ আগষ্ট থেকে। মঙ্গলবার তারই প্রস্তুতি হিসাবে সমস্ত বুথ লেবেল অফিসার এবং ইলেকশন রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হলো হল।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, আগামী ২২ আগষ্ট থেকে ভোটার তালিকায় নতুন নাম তোলা, সংশোধন এবং বিয়োজন সংক্রান্ত কাজ শুরু হচ্ছে। বিএলআরও-রা মাসের যে কোনো দুটি রবিবার বুথে বুথে বসবেন এই কাজ করার জন্য। এছাড়াও প্রতিটি বাড়ি ঘুরেও তাঁরা এই কাজ করবেন।
তিনি জানান,প্রতিবারের মতো এবারও প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রতিবন্ধী ভোটারদের নাম যাতে বাদ না যায় সে ব্যাপারে আধিকারিকদের লক্ষ্য রাখতে বলা হয়েছে। আগামী ৫ জানুয়ারীর মধ্যে খসড়া সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত করার লক্ষ্যে এই কাজ শুরু হচ্ছে বলে মঙ্গলবার জেলাশাসক জানিয়েছেন।

