ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ল্যাবরেটরি ক্লাসের জন্য দ্বিগুন ফি নেওয়া হচ্ছে এই দাবিতে মঙ্গলবার স্কুল খোলার আগেই বাঁকুড়ার শালডিহা স্কুলের গেটে তালা মেরে দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে। অল ইন্ডিয়া ডিএসও এর পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে স্কুল কর্তিপক্ষের দাবি।যদিও স্থানীয় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক এই বিষয়ে জানিয়েছেন,এই ধরণের কোনো বিষয়ই হয়নি। কিছু বহিরাগত ছেলে আজ সকালে স্কুল খোলার আগে বেআইনি ভাবে গেটে তালা মেরে দিয়েছিলো। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে তালা খুলে দেয়। অন্যান্য দিনের মতোই এদিন স্বাভাবিক স্কুল হয়েছে।
অসীম বাবু জানিয়েছেন ,সম্প্রতি ব্লকের ২৩টি স্কুলের মানোন্নয়নের জন্য গ্রেডেশন প্রথা চালু করা হয়েছে। তার নিরিখে শালডিহা স্কুল ১নম্বরে আছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ল্যাবরেটরি ক্লাসের জন্য নির্ধারিত ফি যা আছে তাই নেওয়া হয় ছাত্রদের কাছ থেকে। কিছু বহিরাগত ছেলে অনৈতিক ভাবে স্কুলের পঠন পাঠনের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে।
ডিএসও বাঁকুড়া শাখার সম্পাদক পিন্টু মাঝি জানান, স্কুলে ল্যাবরেটরি ফি ছিল ১০০টাকা,তা সম্প্রতি দ্বিগুন করা হয়েছে। এই ব্যাপারেই সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করা হয়েছে।
এদিকে স্কুলে এসে গেটে তালা মারা দেখে সমস্যায় পরেন ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। উত্তেজনা ছড়ায় এলাকায়।

