Headlines
Loading...
বাঁকুড়ায় ডুবন্ত ছাত্রকে বাঁচিয়ে শিক্ষকের মৃত্যু।শোকের ছায়া এলাকায়।

বাঁকুড়ায় ডুবন্ত ছাত্রকে বাঁচিয়ে শিক্ষকের মৃত্যু।শোকের ছায়া এলাকায়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : ছাত্রকে বাঁচাতে গিয়ে দামোদরে তলিয়ে গেলন শিক্ষক। পরে শিক্ষককে বাঁচাতে সেই ছাত্রদের চিৎকারে স্থানীয় কিছু মানুষ জল থেকে শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষমেশ বাঁচানো সম্ভব হলো না। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বড়জোড়ার মাঝেরমানা এলাকার পল্লীশ্রী কলোনির বাসিন্দা শিক্ষক মনোজিৎ মিস্ত্রি [২৮] আজ সকাল ১১টা নাগাদ শ্রীরামপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর তাঁর দুই ছাত্র সাগর হালদার [১২] ও শ্রীদীপ চ্যাটার্জী [১২] কে নিয়ে দামোদরের জল দেখতে যান। তখন হটাৎই  পাড় ধ্বসে পা ফস্কে জলে পরে যায় শ্রীদীপ। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন শিক্ষক মনোজিৎ। শ্রীদীপ কে জল থেকে উদ্ধার করে পারে তুলে দিলেও মনোজিৎ উঠতে পারেন নি। মাস্টার মশাইয়ের বিপদ দেখে দুই ছাত্র কাঁদতে শুরু করে।ভয় পেয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকে। স্থানীয় কিছু মানুষ দুটো ছোট ছেলের চিৎকার শুনে ছুতে এসে জল থেকে মনোজিৎকে উদ্ধার করে। দ্রুত তাকে গাড়ি করে দুর্গাপুরের বিধাননগর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক পরীক্ষা করে মনোজিৎকে মৃত ঘোষণা করেন। 
এই ঘটনায় মনোজিতের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
                                                                                                                                   ছবি - ইন্টারনেট 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});