পল্লব ঘোষ,কালনা :  বাবার হাত ধরে ছোট্টো ৬বছরের দেবিকা রাস্তার পশে টিফিন খেতে যাচ্ছিলো। আচমকা পিছন দিক থেকে আসা একটি খালি লরি চাপা দিয়ে চলে গেলো দেবিকাকে। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় স্তম্ভিত কালনার বারুইপাড়ার এলাকাবাসী।
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পরই উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। অবরোধ করে দেয় এসটিকেকে রোড। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটির চালক পলাতক।
এদিকে অবরোধ সরাতে এসে পুলিশ এলাকাবাসীর বিক্ষোভের মুখে পরে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে,আজ সকাল ১০টা নাগাদ কালনার বারুইপাড়ার কাছে এসটিকেকে রোডের ধারে মেয়েকে নিয়ে সকালের খাবার খাওয়াতে নিয়ে আসছিলেন বাবা।তখনই পিছন দিক থেকে আসা একটি লরি চাপা দেয় শিশুটিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে তবু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।                                                                                                                                                                                                                                           ছবি:- শুভদীপ চ্যাটার্জী



