ফোকাস বেঙ্গল ডেস্কঃ পূর্ব বর্ধমানের বর্ধমানেশ্বর শিবের ৪৭ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে আগামীকাল প্রায় ৫হাজার স্নানযাত্রী সকাল ৪টায় আলমগঞ্জ থেকে কাটোয়ার গঙ্গা ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। সকাল ১১ টায় স্নান যাত্রীর দল গঙ্গা ঘাট থেকে জল তুলে ফের আলমগঞ্জের বাবার মন্দির এর উদ্দেশ্যে রওনা দেবে। এই দীর্ঘ ৬৭ কি:মি রাস্তা স্নান যাত্রীর দল পায়ে হেঁটে অতিক্রম করবে।
বর্ধমানেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে আপামর বর্ধমানবাসীর কাছে আবেদন জানানো হয়েছে পুণ্য স্নান যাত্রীদের যাত্রা পথে সব রকম সাহায্যের জন্য এগিয়ে আসার।
আজ বর্ধমানে বাজারে তাই বাঁক কিনে সাজিয়ে তোলার ভিড় দেখা গেলো অনেক জায়গায়।
ছবি - সুরজ প্রসাদ

