Headlines
Loading...
বর্ধমানে প্রতিবাদ মহিলা সমিতির।মোদী সরকারের আচ্ছে দিনের ফানুশ ফাটছে।

বর্ধমানে প্রতিবাদ মহিলা সমিতির।মোদী সরকারের আচ্ছে দিনের ফানুশ ফাটছে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান :মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামলো সিপিআইএম এর বর্ধমান শহর ২নং মহিলা সমিতি। শনিবার এই সমিতির সদস্যরা মিছিল করে বিক্ষোভ দেখায়। সমিতির সম্পাদক সুপর্ণা নন্দী জানিয়েছেন,মোদী সরকারের আচ্ছে দিনের ফানুশ ফাটছে। গরিব,মধ্যবিত্ত মানুষের সংসার চালানো দুস্কর হয়ে পড়েছে। রান্নার গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে দিয়েছে ,কেরোসিন এখন রেশনে ১কাপ দেওয়া হয়,এমনকি স্টেট ব্যাঙ্কে সুদের হার শুন্য শতাংশ করার প্রতিবাদে আজ পথে নামা হয়েছে বলে তিনি জানিয়েছেন।                                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});