Headlines
Loading...
বাঁকুড়ায় লুপ্তপ্রায় ক্যামেলিয়ন উদ্ধার।

বাঁকুড়ায় লুপ্তপ্রায় ক্যামেলিয়ন উদ্ধার।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়াঃ শনিবার সকালে বাঁকুড়ার তালডাংরা ব্লকের কেশাতড়া গ্রামে উদ্ধার হলো লুপ্তপ্রায় একটি ক্যামেলিয়ন। সূত্রের খবর,  স্থানীয় শিলাবতী নদীতে স্নান করতে যাওয়ার পথে লুপ্তপ্রায় বিরল প্রজাতির ক্যামেলিয়নটিকে দেখতে পায় মানস সিংহ মহাপাত্র নামে ওই গ্রামেরই এক ছাত্র। সে পাঁচমুড়া কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে। দেখার পর মানস খুব সাবধানে ক্যামেলিয়নটিকে বাড়ি নিয়ে আসে। তারপর খবর দেয় সিমলাপাল বনদপ্তরের অফিসে। বনদপ্তরের কর্মীরা আজ ওই ছাত্রের বাড়ি এসে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যান বলে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});