পল্লব ঘোষ ও প্রসেনজিৎ দাস , কালনা : মুখ ফিরিয়ে নেওয়া নতুন প্রজন্ম আজ আবার আসছে এই পেশায়। সরকার বদল হওয়ার পর সুদিন ফিরছে ধাপে ধাপে। দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে ওরা আসছেন কালনার ও আশপাশ এলাকার মানুষকে আনন্দ দিতে। ওঁরা আসেন ফি বছর কালনার মহিষমর্দিনী তলায়। সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ওরা পুতুল নাচিয়ে। প্রতিদিন মানুষকে আনন্দ দিতে পুজোর দিন গুলোতে সকাল থেকেই শুরু করে দেন পৌরাণিক পালা।
এখন তো পুজোর সাথে এই পুতুল নাচ জড়িয়ে পরেছে অঙ্গাঙ্গিকভাবে।
পুতুল নাচ দলের কর্নধার বছর ষাটের মাধব চক্রবর্তী বললেন, সেই ছোট্ট বেলা থেকে বাবার হাত ধরে এখানে আসা শুরু। আজও আসি মায়ের টানেই।
তিনি বললেন, কয়েক বছর আগেও ছেলেরা এই কাজে আসতে চাইতো না। এখন আবার নতুন করে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে। আর এই পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাতেই হবে। আজ আমাদের সরকারি স্বীকৃতি মিলছে। মিলছে সরকারি ভাতাও। কিছুদিন আগেও যা ছিলো শুধুই কল্পনা। আজ আমাদের স্বপ্ন সফল হয়েছে।
শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আজকের এই গতির যুগে ছোট বাচ্চাদের যদি মোবাইল আর টিভিতে আটকে না রেখে এই পুতুল নাচ দেখতে দেওয়া হয় তাহলে ওদের মনের বিকাশ ঘটবে । বাঁচবে আমাদের এই শিল্প । ছবি:- শুভদীপ চ্যাটার্জী



