Headlines
Loading...
স্ত্রী কে খুনের স্বামীকে দায়ে যাবৎজীবন কারাদণ্ডের নির্দেশ দিলো বাঁকুড়া আদালত।

স্ত্রী কে খুনের স্বামীকে দায়ে যাবৎজীবন কারাদণ্ডের নির্দেশ দিলো বাঁকুড়া আদালত।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : আজ থেকে প্রায় ১বছর দু মাস  আগে নিজের স্ত্রীকে সন্তানদের সামনে খুন করার অভিযোগে বাঁকুড়া আদালত বুধবার বাটুল দাস [৫০]নামে এক ব্যাক্তিকে যাবৎজীবন কারাদণ্ডের নির্দেশ দিলো। একইসঙ্গে ২০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করেন বাঁকুড়া জজ কোর্টের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক সুকুমার সূত্রধর।
বিস্তারিত আসছে। ..........
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});