ফোকাস বেঙ্গল ডেস্ক: সম্প্রতি মেসার্স ইকুইপ এর কর্পোরেট মডেল ক্যালেন্ডার ২০১৮ 'ফ্যাসিনাস্তা' -এর ফটো সেশনের কাজ হয়ে গেলো মন্দারমণি,তাজপুর ও শঙ্করপুরের সমুদ্র সৈকতে। টিম ইকুইপ এর সঙ্গে ছিলেন মেক আপ আর্টিস্ট সান্তনু সরকার,ফটোগ্রাফার রণ মুখার্জী, ডিজাইনার প্রলয় দাসগুপ্ত এবং সংস্থার কর্ণধার মনোজ গোস্বামী। মনোজ বাবু জানিয়েছেন , 'ফ্যাসিনাস্তা'-এর পরবর্তী ফটো সেশনের কাজ হবে সুদূর মানালির পাহাড়ি এলাকায়। আগামী বছরের শুরুতেই এই ক্যালেন্ডার বাজার মাত করবে বলেই আশা প্রকাশ করেছেন মনোজ বাবু।

