Headlines
Loading...
বর্ধমানের উল্লাসে জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত ১।

বর্ধমানের উল্লাসে জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত ১।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : বুধবার বেলা ১২টা নাগাদ বর্ধমান শহরের উল্লাস মোড়ের ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা সার বোঝাই একটি লরির পিছনে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান পিছনের গাড়ির চালক। ঘটনার পরই সামনের লরির চালক ও খালাসি পলাতক। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে পিছনের লরির তিনজন। ঘটনার পরই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে ক্রেন দিয়ে মৃতদেহ বের করে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুরের দিক থেকে আসা কলকাতাগামী একটি লরি সিগন্যাল না দেখেই সার বোঝাই একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিছনের গাড়ির চালকের। আহত হয় ওই গাড়ির ৩জন। গুরুতর আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।                                                                     ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});