ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম মেদিনীপুর :ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়াতে যেদিন মহাত্মা গাঁন্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন সেদিন মেদিনীপুরের তমলুকের মাতঙ্গিনী হাজরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আজ, বুধবার ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তির দিন৷ এই দিনেই মাতঙ্গিনীর মাটি থেকেই ‘বিজেপি ভারত ছাড়ো’
আওয়াজ তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মেদিনীপুর শহরের কলেজ মাঠে দলীয় সমাবেশে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা
বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই মোদী সরকারকে হটানোর সংকল্প শুরু করবে তৃণমূল৷ আর এই কর্মসূচি চলবে আগামী ৩০ অগাষ্ট পর্যন্ত।
ভারতকে স্বাধীন করতে মেদিনীপুর ও মাতঙ্গিনী হাজরার গুরুত্বের কথা এদিন জানানো হবে সভায় উপস্থিত সকলকে। একইসঙ্গে বিজেপি বাংলার জন্য কতটা বিপজ্জনক সেটাও বলবেন মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে।জেলা তৃণমূলের দাবি রেকর্ড সংখ্যক কর্মী, সমর্থক আজ এই সভায় যোগ দেবেন।
- Advertisement -
অগুনিত মানুষের ভিড়ে যাতে নেত্রীকে দেখতে বা তাঁর কথা শুনতে সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো হয়েছে এলসিডি স্ক্রিন।শহরের বটতলা,পঞ্চুর চক,গোলকুয়া চক এবং জেলা পরিষদের সামনে এই স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়াও সভাস্থলের বিভিন্ন জায়গায়ও থাকছে এই স্ক্রিন।থাকছে প্রচুর মাইকও।
সকাল থেকেই গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।পুলিশ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে।

