ফোকাস বেঙ্গল ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সিপেট কলেজর হস্টেল এর মধ্য থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রির নাম পুস্পিতা ধাড়া। বাড়ি হুগলি জেলার খানাকুলে।
এই কলেজে ৬ মাসের কোর্সে ভর্তি হয়েছিল সে বলে জানা গেছে। গতকাল রাতে অন্য দিনের মতো নিজের রুমেই ছিল ছাত্রীটি। সকালে সহপাঠীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে সন্দেহ হয়। দরজা খুলে সবাই দেখতে পায় নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলছে পুষ্পিতা।
খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর কেশ করে ভবানীপুর থানার পুলিশ কেন এই আত্মহত্যা তার তদন্ত শুরু করছে।

