Headlines
Loading...
“সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো” স্লোগান তুলে জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা

“সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো” স্লোগান তুলে জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা

ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম মেদিনীপুর : ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বর্ষ পূর্তিতে “সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো” স্লোগান তুলে জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়েছে সেই সভা। ২১ জুলাই সভা মঞ্চ থেকে বিজেপিকে কে ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন তিনি। পাশাপাশি আজ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হবে বলে জানান নেত্রী।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার মানুষ। জরুরি সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে না বাজারে। জিএসটির ফলে ওষুধ কিনতে মানুষের সমস্যা হচ্ছে। নোট বাতিলের ফলে ক্ষতি হয়েছে কৃষির।  বেড়েছে বেকারত্ব সমস্যা। জিএসটির ফলে আমজনতার দুর্ভোগ বেড়েছে। বাধ্য হয়েই জিএসটিকে কে সমর্থন করতে হয়েছে। 
হাওড়া, হুগলি মেদিনীপুর জলে ভাসছে। ইচ্ছে করে জল ছাড়ছে দামোদর। বৃষ্টির জন্য নয়, ব্যারাজ থেকে জল ছাড়ার জন্য বন্যা হয়েছে।মোদি সরকারের হাতে দেশের গণতন্ত্র আজ বিপন্ন। 
মমতা এদিন মোদী সরকারকে তুলোধোনা করে বলেন, আধার কার্ড ইস্যুতে দিল্লিতে বসে ভারত ভাগের উসকানি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলা মাথা নোয়াবে না। ভারত ভাগের খেলা বরদাস্ত করবো না। 
পাহাড় প্রসঙ্গে মমতা বলেন,সমতল আর পাহাড় নিয়ে দু ধরনের কথা বলছে।বাম বিজেপি আঁতাতের অভিযোগ করে এদিন তিনি বলেন বাংলা ভাগে উসকানি দিচ্ছে ওরা। গুজরাতে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালাচ্ছে সরকার।                    
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});