Headlines
Loading...
বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে এবছর দানের শাড়ি গহনা বিক্রি হবে ৩দিন ধরে।

বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে এবছর দানের শাড়ি গহনা বিক্রি হবে ৩দিন ধরে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : প্রতি বছর মায়ের পাওয়া দানের অনেক সারি গহনা অবিকৃত থেকে যায়। তাই এবছর সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে পর পর তিনদিন এই বিক্রি চলবে। মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক শ্যামলেন্দু চট্টোপাধ্যায় জানান, অন্যান্যবার মন্দিরে দেবীর নামে ভক্তদের দেওয়া এই সমস্ত কাপড় বা ছোটখাটো গহনাগুলি দুর্গাপুজোর আগে একদিন বিক্রি করা হত। এর ফলে অনেক সময়ই গহনা বা শাড়ি পোশাকগুলি অবিক্রিত অবস্থায় পড়ে থাকত। স্বাভাবিকভাবেই সেগুলির বাজারদরও তুলনামূলকভাবে কমে যেত। 
এবছর ১৩ আগষ্ট রবিবার, ১৪ আগষ্ট জন্মাষ্টমী এবং ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরপর ৩দিন ছুটি থাকায় তাঁরা এই তিনদিন ধরেই সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই সমস্ত জিনিস বিক্রির উদ্যোগ নিয়েছেন।
শ্যামলেন্দু বাবু জানান, এই সমস্ত গহনা বা পোশাকের বিক্রিত অর্থে সারাবছর ধরে দেবীর পুজো সংক্রান্ত কাজে সম্পন্ন করা হয়ে থাকে। এরফলে অন্যান্য বার যেখানে একদিনে যতজন মানুষ আসতেন বা কেনার সুযোগ পেতেন তাঁরা আশা করছেন এবারে তা অনেকটাই বাড়বে। ফলে বিক্রিত অর্থও বাড়ার আশা করছেন। সারাবছর পুজো এমনকি দুর্গাপূজো উপলক্ষেই প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়ে। 
মহালয়ার পর নবরাত্রি উপলক্ষে  ঘট উত্তোলন পর্বেও একটি ভাল অর্থ খরচ হয়। এছাড়াও ৪ দিন ধরে পুজো এবং ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি রয়েছে সারা বছর ধরে ভোগের ব্যবস্থা। যা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচালন কমিটিকে ভর্তুকি দিতে হয়। 
আর এই সমস্ত খরচের একটি অনেকটাই  আসে এই গহনা ও পোশাক বিক্রিত অর্থ থেকে। তিনি জানান, তাঁরা আশা করছেন এবছর যেহেতু ৩দিন ধরে এই সমস্ত গহনা ও পোশাক বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলে অবিক্রিত কিছু আর পড়ে না থাকারই সম্ভাবনা রয়েছে।
                                                                                             ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});