ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া :বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের ৭৫২ জন লোকশিল্পীর বাছাই পর্বের কাজ হয়ে গেলো। স্থানীয় পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক জানিয়েছেন,বামুনডিহা,হাতাগ্রাম,রঘুনাথপুর,ইন্দুপুর,ভেদুসোল,গৌরবাজার ও বড়জোড়াপুর এই ৭ টি গ্রাম পঞ্চায়েতের লোকশিল্পীদের বাছাই পর্বের কাজ এদিন হয়েছে। প্রায় ৭৫২ জন শিল্পী তাদের কলা কুশলী প্রদর্শন করেন।

