Headlines
Loading...
বাঁকুড়ার সারেঙ্গায় অবৈধ ভাবে বালি তোলার জন্য ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করলো প্রশাসন।

বাঁকুড়ার সারেঙ্গায় অবৈধ ভাবে বালি তোলার জন্য ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করলো প্রশাসন।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : বুধবার ভোরে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বামুনডিহা ও বিক্রমপুর মৌজায় হটাৎই বড়সরো অভিযান চালিয়ে অবৈধ ভাবে নদী থেকে বালি তোলার জন্য ১২টি বালি বোঝাই ট্রাক সহ ৪টি জে সি বি মেশিন বাজেয়াপ্ত করলো জেলা প্রশাসন। পাশাপাশি বেআইনি ভাবে বালি তোলার জন্য এসবি এন্টারপ্রাইস ও এসপি যাদব নামে দুটি লিজ হোল্ডারকেও তলব করা হয়েছে।
উল্লেখ্য নদী থেকে মেশিন দিয়ে বালি তোলার ওপর সরকারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি গত ১২জুলাই থেকে আগামী ৩০সেপ্টেম্বর পর্যন্ত বাঁকুড়া জেলার সমস্ত নদী থেকে বালি তোলা যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছিল। তার পরেও বেআইনি ভাবে জেসিবি মেশিন দিয়ে নদী থেকে লাগাতার বালি তুলছে কয়েকজন মাফিয়া বলে প্রশাসনের কাছে খবর পৌঁছোয়।
আর এর পরেই আজ ভোরে এসডিও,বিডিও,এসডিএলআরও,সহ প্রশাসনের একটি বিশাল টিম অভিযান চালায় ওই ঘাট গুলিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,১২টি ট্রাক বালি বোঝাই করে বেরিয়ে যাবার মুখে তাদের আটকানো হয়। এছাড়াও বালি নিয়ে যাবার জন্যও বামুনডিহাতে প্রায় ১৫০টি এবং বিক্রমপুর ঘাটে ৪০টি ট্রাক দাঁড়িয়ে ছিল যাদেরকেও জরিমানার আওতায় আনা হয়েছে। 
প্রশাসন সূত্রে খবর, এদিন প্রায় ১১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});