Headlines
Loading...
বর্ধমানে স্বাধীনতা দিবসের দিন নাশকতা আটকাতে তল্লাশি আরপিএফ - জিআরপির।

বর্ধমানে স্বাধীনতা দিবসের দিন নাশকতা আটকাতে তল্লাশি আরপিএফ - জিআরপির।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কাল দেশের ৭০তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। পূর্ব বর্ধমান জেলাতেও যাতে কোনো রকম নাশকতা মূলক ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে রেল প্রশাসন। সোমবার সকাল থেকেই বর্ধমান রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে আরপিএফ ও জিআরপি যৌথভাবে জোরালো তল্লাশি অভিযান চালালো। আরপিএফ ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন বর্ধমান স্টেশনের কারশেড,প্রতিটি প্লাটফর্ম,শৌচাগার,রেল লাইন,পার্সেল গোডাউন সহ ট্রেন সাইডিং ইয়ার্ড এর প্রতিটি জায়গা পুলিশ কুকুর নিয়ে তল্লাশি করা হয়েছে। 
জানা গিয়েছে,স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এবং আগামীকাল প্রতিটি স্টেশন চত্বরে বাড়তি নজরদারি চালানো হবে রেল পুলিশের পক্ষ থেকে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,সন্দেহভাজন কাউকে দেখতে পেলে দ্রুত খবর দেওয়ার জন্য।                                                         
                                                                                                                    ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});