Headlines
Loading...
পূর্ব বর্ধমানে বিএসএনএলের পেনশনভোগীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বিক্ষোভ।

পূর্ব বর্ধমানে বিএসএনএলের পেনশনভোগীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বিক্ষোভ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান :  সফটওয়্যার এর দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে পেনশন ভোগীদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে বিএসএনএল কতৃপক্ষ। এই দাবি সহ আরও ৬দফা দাবি নিয়ে মঙ্গলবার বর্ধমানের টেলিফোন এক্সচেঞ্জ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার সামসুর সেখের দপ্তরের সামনে বিক্ষোভে বসে পড়লেন প্রায় শতাধিক পেনশনভোগী। এদিন দুপুর প্রায় ১২টা থেকে ৩টে পর্যন্ত যৌথ ভাবে লাগাতার বিক্ষোভও দেখালেন অল ইণ্ডিয়া বিএসএনএল পেনশনারস এ্যাসোসিয়েশন এবং সেণ্টার ফর রিটায়ারড টেলিকম অফিসার এ্যাসোসিয়েশনের সদস্যরা ।
 পেনশনারস এ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক শ্যামাপদ রায় এদিন জানান, গত ২০১৬ সালের জুলাই মাস থেকেই তাঁদের মেডিকেল বিল দেওয়া বন্ধ করে দিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ। বারবার তাঁরা আবেদন জানিয়ে আসছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সম্প্রতি বিএসএনএল একটি নতুন সফটওয়্যার কার্যকরী করেছে। আর সেই সফটওয়্যারের দোহাই দিয়েই বারবার তাদের হয়রানি করা হচ্ছে। অথচ বর্তমানে যাঁরা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওই সফটওয়্যারের কোনো প্রভাব নেই।  ফলে স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অনেকে মনে করছেন।  
এই সংগঠনেরই প্রাদেশিক সাংগঠনিক সম্পাদক শ্যামসুন্দর মণ্ডল জানান,তাঁদের এই সংগঠনের সদস্য রয়েছেন প্রায় ৩৫৭জন। এদিন এই বিক্ষোভ সমাবেশেই যোগ দিয়েছেন ১০০জনেরও বেশি।শ্যামাপদ রায় জানান, তাঁদের এই লাগাতার আন্দোলনের জেরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ওই বছরের জুন মাস পর্যন্ত যে সমস্ত বিল বকেয়া ছিল তার কিছুটা দেওয়া হলেও বহু বৈধ বিল নানা অজুহাতেই বাতিল করে দেওয়া হয়েছে। 
সংগঠনের পক্ষ থেকে এই দাবি ছাড়াও বিএসএনএলের ফাঁকা কোয়ার্টারগুলিকে পেনশনারদের প্রদান করা,পেনশনারদের সচিত্র পরিচয়পত্র চালু করা সহ মোট ৭ দফা দাবীপত্র পেস করা হয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে।
অপরদিকে, এব্যাপারে এদিন ডেপুটি জেনারেল ম্যানেজার সামসুর সেখ জানান,এব্যাপারে তিনি কিছু বলবেন না। গোটা বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।                                                                                                                                                                              ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});