ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম মেদিনীপুর : আগামীকাল তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দোপাধ্যায়ের সভাকে ঘিরে টান টান উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউজে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর সেখানেই রাত্রি যাপন করে আগামীকাল মেদিনীপুর কলেজ মাঠে একটি রাজনৈতিক কর্মী সভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো ৷ আর এই সভাকে ঘিরেই এখন ব্যস্ততা তুঙ্গে ৷
মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে মূল অনুষ্ঠানের আয়োজন ৷ গোটা মেদিনীপুর শহরকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে ৷ শুধু তাই নয় মেদিনীপুর কলেজ মাঠের সভামঞ্চ প্রস্তুতীর কাজও প্রায় শেষ পর্যায় ৷ দফায় দফায় প্রশাসনিক কর্তারা পরিদর্শনে আসছেন এই কলেজ মাঠে ৷ তাছাড়াও এই সভামঞ্চস্থলই গত কয়েকদিন ধরে ঠিকানা হয়ে গেছে জেলার তৃণমূল নেতৃত্বের ৷ জোর কদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ ৷
আজও মোড়ে মোড়ে দলীয় ঝান্ডা বাঁধতে দেখা গেল তৃণমূল কর্মীদের ৷ তাছাড়াও সারা শহর এবং শহরের প্রবেশদ্বারে করা হয়েছে তোরণ ৷ সমগ্র জেলা জুড়ে দফায় দফায় দলীয় নেতৃত্বরা মিটিং মিছিল করেছেন এই সভাকে সফল করতে ৷
উল্লেখ্য কালকের এই সভায় শহীদ দিবসের উদযাপন করবেন মমতা ৷ তারপর ভারত থেকে যেভাবে ব্রীটিশদের তাড়ানো হয়েছিল ঠিক সেরকমই ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী বিজেপি-কে দেশ ছাড়ার আহ্বান করবেন তৃণমূল সুপ্রিমো ৷ সবে মিলে ৯ অগাস্টের এই সভাকে ঘিরে সরগরম এখন মেদিনীপুর ৷


