Headlines
Loading...
কালনার বাঘনা পাড়ায় বেহাল রাস্তা সারানোর দাবিতে অবরোধ।

কালনার বাঘনা পাড়ায় বেহাল রাস্তা সারানোর দাবিতে অবরোধ।

পল্লব ঘোষ,কালনা : খানা খন্দে ভরা বেহাল রাস্তা সারানোর দাবিতে আজ কালনার বাঘনা পাড়া স্টেশনের কাছে প্রায় একঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের  দাবী এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরে আছে । প্রশাসন কে জানিয়ে কোন ফল হচ্ছিলো না। বর্ষার সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করা বিপজ্জনক ও দুর্বিসহ হয়ে পড়েছে।  তাই প্রশাসনের দৃষ্টির আকর্ষণের জন্য আজ এই কর্মসুচী নেওয়া হয়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে অবরোধকারীদের দাবী মত ওই রাস্তায় পাথর ফেলা হয়েছে । কিছু দিনের মধ্যেই ওই রাস্তাটিকে ব্যবহারের উপযুক্ত করে দেওয়া হবে।
                                                                                                  ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});