Headlines
Loading...
বাঁকুড়া শালডিহা কলেজে টিএমসিপির কালাদিবস পালন।

বাঁকুড়া শালডিহা কলেজে টিএমসিপির কালাদিবস পালন।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া :১৯৯৭ সালের ১৩অগাস্ট এসএফআই ও ডিওআইএফআই যৌথ ভাবে কলেজে হামলা চালিয়েছিল।তার পর থেকে প্রত্যেক বছর ওই দিনটিকে কালা দিবস আখ্যা দিয়ে মিছিল সংগঠিত করা হয়। এ বছর ওই দিন ছুটি থাকায় শুক্রবার কালা দিবস কর্মসূচি পালন করা হলো বাঁকুড়ার শালডিহা কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এদিন বিশাল ধিক্কার মিছিল বের করা হয়। পরে কলেজ চত্বরে সভা করা হয়।
সভার মূল বক্তা ও সভাপতি ছিলেন ইন্দুপুর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক। তিনি এদিন বলেন, বাঁকুড়ার শিক্ষা জগতের কালা দিন হিসাবে এই দিনটিকে প্রতি বছর পালন করা হয়ে থাকে। তৎকালীন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে শালডিহা কলেজে ছাত্র ছাত্রীদের ওপরে হামলা চালানো হয়েছিল। এটা শিক্ষা জগতে কলংকিত অধ্যায়। এরই প্রতিবাদ স্বরূপ আজকের দিনটি গুরুত্বপূর্ণ।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});