ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া :বিজেপির বাঁকুড়া জেলার সহ সভাপতি নন্দ দুলাল দে একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন। তাঁকে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ সকালে রাখি বন্ধন উৎসব উপলক্ষে ১৬ নং ওয়ার্ডের কর্মসূচিতে যোগ দিয়ে আরেকটি ওয়ার্ডে যাবার সময় তার স্কুটির সঙ্গে অন্যদিকে থেকে দ্রুত গতিতে আসা একটি আম্বুলেন্সের ধাক্কা লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনি পরে যান। স্থানীয় লোকেরা নন্দবাবুকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান।
ঘটনার কথা জানতে পেরে খোঁজখবর নেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা।
ঘটনার কথা জানতে পেরে খোঁজখবর নেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা।

