ফোকাস বেঙ্গল ডেস্কঃ দিনের ব্যস্ততম সময়ে হাওড়া ব্রিজের ওপর দু'টি বাসের রেষারেষিতে দুর্ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে শহরে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নয় জন।এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ একটি মিনিবাস ও সরকারি বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজের উপরে দুর্ঘটনাটি ঘটে। দু'টি বাসই হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। তখন উল্টো দিকে কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল একটি অ্যাম্বাসাডর। মুখোমুখি সংঘর্ষে সম্পূর্ণ ঘুরে যায় অ্যাম্বাসাডরটি। দুর্ঘটনায় গাডিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন অ্যাম্বাসাডরের তিন যাত্রী।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওডা ব্রিজে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। হাওডা ব্রিজ-সহ, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোেডও যান চলাচল ব্যহত হয়।
কলকাতা পুলিশ সূত্রে খবর, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

