Headlines
Loading...
অল্পের জন্য বাঁচলেন  সাংসদ মানস ভূঁইয়া।

অল্পের জন্য বাঁচলেন সাংসদ মানস ভূঁইয়া।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ মেদিনীপুর এ মুখ্যমন্ত্রীর সভা সেরে উত্তরবঙ্গ যাওয়ার পথে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মানস ভূঁইয়া। বুধবার বিকেলে ডেবরায় ৬ নং জাতীয় সড়কের ওপর হরিমতি হাইস্কুলের কাছে অল্পের জন্য পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন  সাংসদ মানস ভূঁইয়া। পেছনে একটি লরির চালক মদ্যপ অবস্থায় ধাক্কা মারে মানস ভুইয়ার স্করপিও গাড়িটিকে। মানস ভূঁইয়ার গাড়ির চালক খুব জোর সামলে নেওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এই যাত্রায়। 
মানস ভুইয়ার দাবী সামনে দাঁড়িয়ে থাকা অনেক স্কুল ছাত্রীর প্রানহানি হতে পারতো। 
গাড়িতে মানস ভূঁইয়ার সঙ্গে ছিলেন ভাই বিকাশ ভূঁইয়াও। 
পুলিশ ঘাতক গাড়ীটির সহ  চালক ও  খালাসিকে আটক করে ডেবরা থানায় নিয়ে গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});