Headlines
Loading...
বর্ধমানের তালিতে গুডসেডের দখলদারীকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষে খুন, উত্তেজনা।

বর্ধমানের তালিতে গুডসেডের দখলদারীকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষে খুন, উত্তেজনা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : একের পর এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বর্ধমানের নবাবহাট থেকে তালিত বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হচ্ছিলো। আজ সকালে তারই জেরে খুন হতে হলো এক তৃণমূল নেতাকে। তালিত ষ্টেশনের গুডসেডের দখলদারীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতার নাম সেখ আলমগীর (২২)। বাড়ি বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের শিবপুর দীঘিরপাড় এলাকায়। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় পুলিশী টহলদারী শুরু হয়েছে।
মৃত আলমগীর সেখের কাকা সেখ পেসকার এবং দিদি সমীরণ বিবি উভয়েই এদিন জানিয়েছেন,বেশ কিছুদিন ধরেই বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান গোষ্ঠীর সমর্থকরা তালিতের এই গুডসেড দখল করার চেষ্টা করছিল। এমনকি বৃহস্পতিবারও নুরুল হাসানের নেতৃত্বে দীঘিরপাড় এবং তালিতে তাঁর অনুগামীদের নিয়ে বৈঠক হয়। শুক্রবার সকালে যখন তালিতের গুডসেডে এলাকার সুপারভাইজার সেখ আলমগীর এর  নেতৃত্বে মালগাড়ির ওয়াগন থেকে মাল নামানোর কাজ চলছিল। সেই সময় সকাল ৮টা নাগাদ মোটর ভ্যানোতে চেপে প্রায় জনা ২৫ - ৩০ জন সশস্ত্র নুরুল হাসান গোষ্ঠীর সমর্থক হামলা চালায় তাদের ওপর। সমীরণ বিবিদের অভিযোগ, আচমকা এই হামলায় কর্মরত শ্রমিকরা এদিক ওদিক পালাতে থাকে। ভয়ে আলমগীরও মাঠে মাঠে দৌড়াতে থাকে। মাঠেই তাকে ধরে ফেলে রড, শাবল দিয়ে বেধড়ক পেটায় ওই হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে সকাল সাড়ে দশটায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ১১টা নাগাদ মৃত্যু হয় তার। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
এদিনই তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রায় ১৫জন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও এই ঘটনা সম্পর্কে জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা নুরুল হাসান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় কয়েকজন অশান্তি পাকাচ্ছিল। এব্যাপারে তিনি সহ বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই জেলা পুলিশ সুপার এবং বর্ধমান থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য আর্জি জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন,রাজনৈতিকভাবে তাঁকে হেয় করার জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এই এঘটনার সঙ্গে কোনোভাবেই তিনি যুক্ত নন।
অপরদিকে, বর্ধমান থানার পুলিশ সূত্রে জানা গেছে,একটি অভিযোগ হয়েছে। দোষীদের ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});