Headlines
Loading...
বাঁকুড়া জেলায় ধুমধাম করে পালিত হলো কন্যাশ্রী দিবস।

বাঁকুড়া জেলায় ধুমধাম করে পালিত হলো কন্যাশ্রী দিবস।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : আজ সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালনের সাথে সাথে বাঁকুড়া জেলাতেও ধুমধাম করে পালন করা হলো এই দিনটি। সকালে জেলাশাসককরণ থেকে কন্যাশ্রীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মুল অনুষ্ঠাটি হয় বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদের সভাধিপতি অরুপ চক্রবর্তী ,জেলাশাসক মৌমিতা বসু গোদারা ,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা,সদর মহকুমা শাসক অসীম কুমার বালা সহ অন্যান অধিকারিকবৃন্দ।                       


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});