Headlines
Loading...
 বর্ধমানে রাজ্যের মধ্যে প্রথম কন্যাশ্রী ক্লাব লিডারদের হাতে বিশেষ ব্যাচ।

বর্ধমানে রাজ্যের মধ্যে প্রথম কন্যাশ্রী ক্লাব লিডারদের হাতে বিশেষ ব্যাচ।

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ আগামী ২৫ জুলাই গোটা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হতে চলেছে।পূর্ব  বর্ধমান জেলার সমস্ত মহকুমা ও ব্লক স্তরেও পালিত হবে এই কন্যাশ্রী দিবস।এবার গোটারাজ্যের মধ্যে প্রথম কন্যাশ্রী ক্লাবের নেত্রীদের উত্সাহ দিতে বিশেষ ধরণের ব্যাজ দেবার পরিকল্পনা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।প্রায় ৭৫০০ কন্যাশ্রী ক্লাবের নেত্রীদের  বিশেষ ধরণের ব্যাজ দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে কন্যাশ্রী ক্লাবের নেত্রী হিসাবে উল্লেখযোগ্য কাজ করার জন্য  তাদের জেলাশাসকের পক্ষ থেকে প্রশংসিত করারও পরিকল্পনা নেওয়া হল। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব কন্যাশ্রীদের উদেশ্যে আবেদন করেছেন,এই ক্লাবের মূল লক্ষ্য ১৮ বছরেরে নীচে কোনো ছাত্রীর বা মেয়েরই যেন বিয়ে না হয় সে ব্যাপারে ছাত্রীদের তীক্ষ্ণ নজর রাখার জন্য । কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম, নিজে স্বপ্ন দেখা এবং অন্যকেও স্বপ্ন দেখানোর আবেদন জানিয়েছেন। বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, অন্যান্য বারের সঙ্গে এবারে যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প বিশ্বে প্রশংসিত হয়েছে তাই এবারে সেই বিষয়টি মাথায় রেখে কন্যাশ্রী- বিশ্বশ্রী নামে বিশেষ পোষ্টার ও ব্যানারও তৈরী করা হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});