Headlines
Loading...
পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি অব্যাহত। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালো।

পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি অব্যাহত। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালো।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমাতে শুরু করল। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন ,এদিন দুপুর ২টো নাগাদ ডিভিসি থেকে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে। যদিও এদিন সকাল ৮টা নাগাদ ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৪৫০ কিউসেক হারে।
এদিনই রায়নার মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। জামালপুর এবং রায়না-২ ব্লকের প্লাবিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। সমস্ত জায়গায় প্রয়োজনীয় সরকারী সহায়তা দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন । এদিন দুপুর পর্যন্ত দামোদর, অজয় ও ভাগীরথীর জল কমতে শুরু করেছে। যদিও বেশ কিছু জায়গায় অতিবৃষ্টি জনিত কারণে জমা জল নদীর জল বেড়ে থাকায় নামতে পারছে না। গোটা বিষয়টির ওপর সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তিনি জানান, জামালপুরে দামোদর ও মুণ্ডেশ্বরীর বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।
জেলাশাসক জানান, পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ১১টি ব্লক এবং দুটি পুরসভা ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩৮টি গ্রাম পঞ্চায়েতের ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্থ। প্রায় ৭০৭১ জন মানুষ ক্ষতিগ্রস্থ। ৩৮৯টি বাড়ি পুরোপুরি এবং ১৯৬৮টি কাঁচা বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। কাটোয়ায় ১টি, রায়না-২এর ১টি এবং বর্ধমান সদরে ১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যা মোকাবিলায় সমস্ত ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।                                                   ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});