ফোকাস বেঙ্গল ডেস্ক,আসানসোল : একটানা বর্ষনের জের। শুক্রবার সকালে চিত্তরঞ্জন -রুপনারায়নপুর সংলগ্ন বৃহত্তম জলাধারের পার ভেঙ্গে প্লাবিত গোটা এলাকা। এর ফলে রাস্তায় বিরাট ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
প্রসাশন ঐ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে । আসানসোল - দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে ব্রিজ ও রাস্তা তৈরি করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি চিত্তরঞ্জন রেল প্রসাশন এবিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।