ফোকাস বেঙ্গল ডেস্কঃ এক রাতে দু-দুবার ধর্ষিত হলো ১৫ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী। সূত্রের খবর , বার্মিংহাম ইংল্যান্ডে,স্টেশনের পাশ দিয়ে এক বন্ধুর সাথে যাচ্ছিলেন ওই তরুণী। ঠিক সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোর করে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।ঘটনার পর ওই তরুণী ঘটনাস্থল থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয়। সেই সময় ওই রাস্তা দিয়েই পেরোচ্ছিলো একটি গাড়ি। ওই তরুণী গাড়িটিকে দাঁড় করিয়ে তাকে সাহায্যের জন্য আবেদন করে গাড়িতে বসে থাকা ব্যক্তির কাছে।কিন্তু সাহায্য করার নামে দ্বিতীয়বার তাকে করে ওই গাড়ির চালক।
প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যে ৭টায় এবং তার ঠিক ৭ ঘন্টা পর রাত্রি ২তো নগদ ঘটে দ্বিতীয় ঘটনাটি।
জানাগেছে ব্রিটিশ ট্র্যান্সপোর্ট পুলিশ ও ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ আলাদা আলাদা ভাবে এই ঘটনার দুটি রিপোর্ট তৈরী করছে বলে জানাগেছে।
ছবিঃ সি সি টিভি ফুটেজ।