ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হলো। কংসাবতি নদীর জল উপচে পাঁশকুড়ার ১০টি গ্রাম এবং পৌর এলাকার কয়েকটি ওয়ার্ড নতুন করে জলমগ্ন। মঙ্গলবার রাত থেকে পাঁশকুড়ার দক্ষিন গোপালপুর, জয়কৃষ্ণপুর, ডোমঘাট, হাউর, পিঁয়াজখালি শেরহাটি রাতুলিয়া দলবাড় এলাকা জলমগ্ন হওয়ায় বিপদে পড়েছে স্থানিয় বাসিন্দারা। খোলা হয়েছে ত্রান শিবির।
আসন্ন পৌরভোটের আগে দুটি ওয়ার্ড জলমগ্ন হওয়ায় চিন্তায় জেলা প্রশাসন। পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে ব্যস্ত ভোটে দাঁড়ানো বিভিন্ন দলের প্রার্থীরা। এদিকে পৌর এলাকার জল না বেরোনোয় বাসিন্দারা পাশকুড়া র বিভিন্ন জায়গায় অবরোধ করে।নদী তিরবর্তী গ্রামগুলি আতঙ্কে দিন কাটাচ্ছে।
ডোমঘাটের বাসিন্দা বিকাশ পাত্র জানান, কংসাবতি নদীর জল উপচে ভয়ানক পরিস্থিতির তৈরি হয়েছে। জল যে ভাবে বাড়ছে পরিস্থিতি আরোও খারাপ হবে। প্রশাসন যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেয় ভয়াবহ অবস্থা হবে এলাকার। ক্ষতিগ্রস্ত হবে অনেক মানুষ।
অনেক বানভাসি পরিবার ত্রাণ না পেয়ে ক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন জায়গায়।