Headlines
Loading...
ধনতেরাসের রাতে বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার ২

ধনতেরাসের রাতে বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার ২


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ধনতেরাসের দিন বড়সড় অপরাধ ঘটানোর আগেই তাকে বানচাল করে দিল বর্ধমান থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতির নাম সেখ সামিম ও সুমন হাজরা। সামিমের বাড়ি বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় এবং সুমনের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শীতলগ্রামে।


 মঙ্গলবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের উত্তরফটক এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ সেখ সামিমকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বড়নীলপুর এলাকা থেকে ৩ রাউন্ড গুলি সহ সুমন হাজরাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধনতেরাসের দিন বড় রকম অপরাধ করার উদ্দেশ্যেই এরা জড়ো হচ্ছিলো বলে পুলিশের প্রাথমিক অনুমান। 


ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, পিস্তল কোথা থেকে আনা হয়েছিলো তা নিশ্চিত হতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক সেখ সামিম কে তিনদিনের পুলিশি হেফাজত এবং সুমন হাজরা কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});