Headlines
Loading...
বিশ্ব জ্বলাতঙ্ক দিবস - বর্ধমানে ১৫০ টি কুকুর এবং ৮টি বিড়ালকে টিকা প্রদান পশুপ্রেমী সংস্থার

বিশ্ব জ্বলাতঙ্ক দিবস - বর্ধমানে ১৫০ টি কুকুর এবং ৮টি বিড়ালকে টিকা প্রদান পশুপ্রেমী সংস্থার


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিশ্ব জ্বলাতঙ্ক দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ধমান শহরের প্রায় ১৫০টি কুকুর ও ৮টি বিড়ালকে জ্বলাতঙ্ক নিরোধক টিকা দিলো বর্ধমান সোসাইটি ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যগণ। সংস্থার উদ্যোগে এবং হিমালয়ান ওল্ডেজ কোম্পানীর সহযোগিতায় এদিন শহরের নার্স কোয়ার্টার এলাকা থেকে পাওয়ার হাউস পাড়া পর্যন্ত এই টীকাকরণ কর্মসূচি করা হয়। বর্ধমান সোসাইটি ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য অর্নব দাস জানিয়েছেন, এদিন বিশ্ব জ্বলাতঙ্ক দিবসকে সামনে রেখেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। 

তিনি জানিয়েছেন, এর পাশাপাশি কুকুর ও বিড়ালদের বেশ কিছু সাধারণ টীকাও দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রায় ৪ বছর আগেও বর্ধমান শহরে জ্বলাতঙ্কের প্রাদুর্ভাব কমছিল। কিন্তু সম্প্রতি আবার তা দেখা যাচ্ছে। পাশাপাশি নার্স কোয়ার্টার এলাকা থেকে পাওয়ার হাউস পাড়া পর্যন্ত তাঁরা জ্বলাতঙ্ক রোগের লক্ষণযুক্ত কয়েকটি কুকুরকেও চিহ্নিত করেছেন। তাই এই এলাকাতেই এদিন টীকাকরণ করা হয়েছে। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুই প্রাণী চিকিৎসক ডা: মুর্শেদ আলি এবং ডা: জয়ন্ত ঘোষ, সংগঠনের সভাপতি তথাগত ঘোষ প্রমুখরাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});