Headlines
Loading...
হঠাৎই অসুস্থ হয়ে অনাময় হাসপাতালে চিকিৎসাধীন রায়না ১ব্লক সভাপতি বামদেব মন্ডল

হঠাৎই অসুস্থ হয়ে অনাময় হাসপাতালে চিকিৎসাধীন রায়না ১ব্লক সভাপতি বামদেব মন্ডল


ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: রায়না ১-ব্লকের বন্যা পরিস্থিতি এবং চাষের ক্ষয়ক্ষতি দেখতে বৃহস্পতিবার এলাকায় আসেন রাজ্যের দুই মন্ত্রী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, মেন্টর সহ কর্মাধক্ষ্য দের একটি দল। সকলের উপস্থিতিতেই আচমকাই এদিন দুপুরে ব্লক অফিসের মধ্যেই অসুস্থ হয়ে পরেন রায়না ১ব্লকের সভাপতি বামদেব মন্ডল। তড়িঘড়ি তাঁকে রায়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসক বর্ধমানের অনাময় হাসপাতালে রেফার করেন তাঁকে। 


বামদেব মন্ডল কে এরপর দ্রুত অনাময় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে আই সি ইউতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বামদেব মন্ডলের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যে বামদেব বাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, সভাধিপতি শম্পা ধাড়া সহ রায়না ব্লকের একাধিক নেতা কর্মী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});