Headlines
Loading...
গলসিতে তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গলসিতে তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: গলসীর চাকতেঁতুল পঞ্চায়েতের নস্করবাঁধ গ্রামে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ৮৩, ৮৪ নং বুথ এলাকায়। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, এদিন ভোট দিয়ে ফিরে আসার সময় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা চালায় ওই তৃণমূল কর্মীর উপর।

তার অভিযোগ, গতকাল রাত থেকেই এই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল বিজেপির কর্মীরা। আজ সকাল থেকেই ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। তিনি জানিয়েছেন, আহত তৃণমূল কর্মীর চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যেতেও সমস্যা তৈরি করছে বিজেপির দুষ্কৃতীরা। যদিও গলসির বিজেপি নেতৃত্ব এই অভিযোগ সম্পুর্ন অস্বীকার করেছে। তারা জানিয়েছেন, মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তৃণমূল নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে ভুল বকছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});