Headlines
Loading...
বর্ধমান শহর অচল করে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসীদের

বর্ধমান শহর অচল করে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসীদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নামেই সাঁওতালী ভাষায় শিক্ষা চালু করেছে রাজ্য সরকার। না আছে পঠন পাঠনের পুঁথিপত্র, না আছে স্থায়ী শিক্ষক। এমনকি নেই কোনো সিলেবাসও। এখনও তৈরী করা হয়নি কোনো সাঁওতালী ভাষার শিক্ষা সংক্রান্ত বোর্ড। ফলে আদিবাসীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এমনকি সংবিধানগতভাবে আদিবাসীদের যে সমস্ত অধিকার তাও আজ সুরক্ষিত নয়। আর তাই এবার তাঁদের ২৭ দফা দাবী আদায়ের জন্য আন্দোলন ক্রমশই তীব্রতর করা হচ্ছে। সোমবার বর্ধমান শহরকে কার্যত অচল করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের প্রায় কয়েক হাজার আদিবাসী মহিলা পুরুষ এই দাবীতেই সোচ্চার হলেন। 


এদিন এই সংগঠনের বর্ধমান জেলা শাখার নেতা পৃথ্বী মূর্মূ রীতিমত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা তাঁদের শিক্ষার দাবী জানিয়ে আসছেন। কিন্তু সেই দাবী আজও পূরণ হয়নি। এমনকি আদিবাসীদের নাম করে অ-আদিবাসীদের জাতিগত শংসাপত্র দেওয়া হচ্ছে - যা রীতিমত অন্যায়। কিন্তু আমলারা এই কাজ করেই চলেছেন। আর প্রকৃত আদিবাসীরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েই রয়েছেন। আর তাই এদিন রাজ্যের প্রতিটি জেলায় তাঁরা জেলাশাসকের কাছে দাবী সনদ পেশ করছেন। তিনি জানিয়েছেন, এরপরেও তাঁদের দাবী না মিটলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});