ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: মর্মান্তিকভাবে রেলের লাইনে গাড়ি আটকে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মেমারী থানরা দেবীপুর ষ্টেশন রেলগেটে। এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০ টা নাগাদ মেমারী থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের জুঝারপুর এলাকার বাসিন্দা আমিরুল হক (৩২) একটি স্কুটি গাড়ি নিয়ে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও পার হচ্ছিলেন। সেই সময় রিভার্স লাইনে আচমকাই তাঁর স্কুটির পিছনের চাকা আটকে যায়। ইতিমধ্যে ওই রেল লাইনে চলে আসে রেলের ইন্সপেকশন কার। ইনস্পেকশন কারের আঘাতেই তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ জানিয়েছেন, প্রায়শই এই ধরণের ঘটনা ঘটছে। রেলগেট বন্ধ থাকার পরও ঝুঁকির পারাপার করছেন সাধারণ মানুষ। ফলে এরকম ঘটনা ঘটেই চলেছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে এলাকার মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন তাঁরা।