Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলায় সেঞ্চুরি পূর্ণ করলো কোভিড-১৯

পূর্ব বর্ধমান জেলায় সেঞ্চুরি পূর্ণ করলো কোভিড-১৯


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অবশেষে পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ সেঞ্চুরি পার করলো। জেলাশাসক বিজয় ভারতী মঙ্গলবার জানিয়েছেন, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০২-এ। অর্থাৎ সোমবার পর্যন্ত এই সংখ্যা ৯৮ থাকলেও মঙ্গলবার জেলায় আরও ৪ জনের করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে মেমারীর তিনজন এবং জামালপুরের একজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। 

জেলাশাসক জানিয়েছেন, এরা সকলেই বাইরের রাজ্য থেকে এই জেলায় ফিরেছেন। আক্রান্ত প্রত্যেককে শনকা কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি সেই সব এলাকাকে কন্টেনমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসক এদিন জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত বর্ধমানে ৭৬টি ট্রেন এসেছে। আরও ১১৭টি ট্রেন আসবে বলে রেল দপ্তর সূত্রে প্রশাসন কে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও ৮ থেকে ১০হাজার পরিযায়ী শ্রমিক আগামী কয়েকদিনে এই জেলায় ফিরবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});