Headlines
Loading...
বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডের পর নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, বুধবার বৈঠক

বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডের পর নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, বুধবার বৈঠক


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ৭ মে বিশাখাপত্তনমের পলিমার কারখানা থেকে ষ্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু মিছিলের ঘটনা একদিকে যেমন ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার দগদগে স্মৃতিকে উসকে দিয়েছে, তেমনি বিশাখাপত্তনমের এই ঘটনার পর এবার নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। 

মঙ্গলবার জেলাশাসক জানিয়েছেন, বুধবারই জেলার সমস্ত কারখানা মালিক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। তিনি জানিয়েছেন, বিশাখাপত্তনমের দুর্ঘটনার পর তাঁরাও এই জেলার কারখানাগুলোর নিরাপত্তার বিষয়টি একবার খতিয়ে দেখতে চাইছেন। 

কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা তা যেমন দেখা হবে, তেমনি কি কি ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা হবার সম্ভাবনা রয়েছে বুধবার। জেলাশাসক জানিয়েছেন, জেলার প্রতিটি কারখানার সেফটি অডিট এবং সোস্যাল অডিট করানো হবে। যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});