Headlines
Loading...
দক্ষিণ দামোদর এলাকায় প্রথম কোনো রাজ্যস্তরের ফুটবল প্রতিযোগিতা, তুমুল আলোড়ন

দক্ষিণ দামোদর এলাকায় প্রথম কোনো রাজ্যস্তরের ফুটবল প্রতিযোগিতা, তুমুল আলোড়ন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ তিনদিন ব্যাপী ৬৪ তম রাজ্য স্কুল মহিলা অনুর্ধ ১৭ ফুটবল প্রতিযোগিতা শুরু হল শুক্রবার থেকে পুর্ব বর্ধমানের সেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউট এর মাঠে। একইসঙ্গে সেহারা ও একলক্ষী মাঠে এই প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই প্রথম পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় কোনো রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, গলসীর বিধায়ক অলোক মাঝি, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল,রায়নার জেলা পরিষদ সদস্য উত্তম সেনগুপ্ত সহ বিডিও সৌমেন বণিক ও রায়না পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, স্থানীয় সমাজসেবী সফিকুল ইসলাম ওরফে দুলাল প্রমুখরা।
রাজ্যের ১৩ টি টিম এই খেলায় অংশ গ্রহণ করেছে। এই প্রতিযোগিতার মধ্যে থেকে রাজ্যস্তরের বেঙ্গল মহিলা টিমের জন্য ১৮ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। উদ্বোধনের দিনই মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতি বাড়তি উৎসাহ জুগিয়েছে গোটা এলাকায়। এই খেলার সহযোগিতায় রয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস ও রায়না ব্লক অফিস। সহায়তা করছেন সেহারা গ্রাম পঞ্চায়েত। এদিন উদ্বোধনী ম্যাচে সেহারা মাঠে হাওড়া ৫ গোলে পরাজিত হয় বাঁকুড়ার কাছে। বাঁকুড়ার হয়ে ৫টি গোলই করেন কাকলী কর্মকার। অন্যদিকে, একলক্ষী মাঠে বীরভূম ৩ গোলে পরাজিত হয় মালদার কাছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});