Headlines
Loading...
বর্ধমানের সারদা আশ্রমে পালিত হল সারদা মায়ের জন্মতিথি

বর্ধমানের সারদা আশ্রমে পালিত হল সারদা মায়ের জন্মতিথি


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রীতিমত ভাবগম্ভীর পরিবেশে বর্ধমান শহরের সুভাষপল্লী সারদা আশ্রমে শুরু হল সারদা মায়ের ১৬৭ তম জন্মতিথি উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড়। চলছে নামগান। এই আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দ মহারাজ জানিয়েছেন, ১৯৫৪ সালে রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী সারদানন্দ মহারাজের শিষ্য স্বামী নিঃশ্বনান্দ মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনিই স্বামী কেদারনাথ মহারাজের কাছ থেকে সারদা মায়ের কেশ ও নখ নিয়ে এসে স্থাপন করেন এই আশ্রমে। এই জন্মতিথিকে ঘিরে ভাগবত পাঠ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});