Headlines
Loading...
বর্ধমানে বোরো ও রবি চাষে ১০টি ব্লককে ডিভিসির জল দেবার সিদ্ধান্ত

বর্ধমানে বোরো ও রবি চাষে ১০টি ব্লককে ডিভিসির জল দেবার সিদ্ধান্ত


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার  আসন্ন বোরো ও রবি চাষে ডিভিসির জল বণ্টন নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে ১০টি ব্লককে জল দেবার সিদ্ধান্ত নেওয়া হল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, এদিনের বৈঠকে গলসী ১ ও ২, আউশগ্রাম ১ ও ২, বর্ধমান ১ ও ২, মেমারী ১ ও ২ এবং জামালপুর ব্লকের মোট ৯৯ হাজার একর জমিতে এই জল দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে - যা ২০১৭ সালে দেওয়া জলের থেকে বেশি। 

উল্লেখ্য, গতবছর ডিভিসির জলাধারে জল না থাকায় বোরো চাষে জল দেওয়া হয়নি। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ সমস্ত কর্মাধ্যক্ষরাই। হাজির ছিলেন সেচ ও কৃষি দপ্তরের আধিকারিকরাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});